Thursday, August 3, 2017

Easy Indian visa for Bangladeshi


WELCOME TO MASTER TOURS & TRAVELS
Master Tours & Travels one of the most popular Travel Agents and a professional Tour operator in Bangladesh. Your online travel agency. As one of the world's leading online travel companies, we make it easy to plan your next business or leisure trip.

Indian Visa Normally and Contact

***** মাত্র দিনে ১০০০ টাকায় ভারতীয় ভ্রমন ভিসা প্রসেস করে থাকি। অনলাইনে ফর্ম পূরন, -টোকেন সংগ্রহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান এই প্রসেসিং এর অন্তর্ভূক্ত। ******
 
***** এ ছাড়ামাত্র ,০০০ টাকায় সম্পূর্ণ চূক্তিতে ভারতের বছরের ভিজিট ভিসা করা যাবে। সেই ক্ষেত্রে এম্ব্যাসীতে ইন্টারভিউ এর প্রয়োজন নেই সময় প্রয়োজন ১০ কর্ম দিবস। আস্থার সাথে  *****

যোগাযোগ করুনঃ 01873337333, 01511890890, 01707790890


ভারতের ভিজিট ভিসা প্রসেসিং এর জন্যে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১। পাসপোর্ট এর ফটোকপি
২। বর্তমান ঠিকানা সম্বলিত বিদ্যুৎ /পানি/টেলিফোন/গ্যাস বিলের কপি
৩। ভোটার আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি
৪। দুই কপি 2x2 সাইজ ছবি।
৫। পূর্বে ইন্ডিয়ান ভিসা থাকলে পাসপোর্টের সেই পেজের ফটোকপি।
৬। পেশা সংক্রান্ত ডকুমেন্টস টেলিফোন নাম্বারসহ অথবা ভিজিটিং কার্ডের ফটোকপি।
৭। কোন বর্ডার দিয়ে ভারতে যেতে ইচ্ছুক তা জানাতে হবে।
৮। পূর্বের পাসপোর্ট থাকলে তার ফটোকপি।












চুক্তিতে ভারতীয় ভিজিট ভিসাঃ
১। সম্পূর্ণ চুক্তিতে ভারতের বছরের ভিজিট ভিসাঃ ,০০০ টাকা।
শুধু মাত্র পাসপোর্ট, ভোটার আইডি "X" সাইজের দুই কপি ছবি লাগবে। সময় ১০ কর্ম দিবস।

২। ভারতের বছরের মাল্টিপল বিজনেস ভিসাঃ ৪০,০০০ টাকা। ব্যাঙ্ক স্ট্যাটমেন্টে / লাখ টাকা থাকতে হবে। সলভেন্সি সার্টিফিকেট, ব্যাবসার প্রয়োজনীয় ডকুমেন্টস, ভোটার আইডি,স্থানীয় ঠিকানার প্রমাণ পত্র, পাসপোর্ট / সাইজের ছবি লাগবে।সময় ১৫ দিন।

৩। ভারতের বছরের মাল্টিপল বিজনেস ভিসাঃ ৫০,০০০ টাকা। ব্যাঙ্ক স্ট্যাটমেন্টে / লাখ টাকা থাকতে হবে। সলভেন্সি সার্টিফিকেট, ভোটার আইডি,ব্যাবসার প্রয়োজনীয় ডকুমেন্টস, স্থানীয় ঠিকানার প্রমাণ পত্র, পাসপোর্ট / সাইজের ছবি লাগবে।সময় ১৫ দিন।

চীন,মালেশিয়া,ইন্দোনেশিয়া,থাইল্যান্ড,সিঙ্গাপুর,ভিয়েতনাম ইত্যাদি দেশের ভিজিট ভিসা আমরা সম্পূর্ণ চুক্তিতে কম খরচে কম সময়ে করে থাকি।

মালেশিয়া ভিজিট ভিসাঃ
১। প্রথমবার মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসাঃ চলমান দর অনুযায়ী।
২। মাসের মাল্টিপল এন্ট্রি ভিসাঃ ২২,০০০ টাকা। পূর্বে মালেশিয়াতে সিঙ্গেল এন্ট্রি ভিসায় যাওয়া আসা থাকতে হবে।
৩। মাসের মাল্টিপল এন্ট্রি ভিসাঃ ২৫,০০০ টাকা। এই ভিসার জন্যে পূর্বে মালেশিয়াতে মাসের মাল্টিপল ভ্রমন ভিসায় যাওয়া আসা থাকতে হবে।

মালেশিয়ার ভিসার জন্যে অন্যান্য তথ্যাদিঃ
১। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে মাস থাকতে হবে এবং পর পর তিনটি পেইজ খালি থাকতে হবে। ছবি 35mX50mm সাইজ।
২। উপরোক্ত সকল ক্যাটাগরিতে পাসপোর্ট ছবি হলেই চলবে।
৩। কার্য দিবস সময় প্রয়োজন।

চীন ভিজিট ভিসাঃ
১। সেকেন্ড টাইম সিঙ্গেল এট্রি ভিসাঃ ১২,০০০ টাকা ।চীনে পূর্ব ভ্রমন থাকতে হবে।এম্ব্যাসীতে ইন্টারভিউ এর প্রয়োজন নেই।
২। প্রথমবার সিঙ্গেল এন্ট্রি ভিসাঃ ১৫,০০০ টাকা। (মালয়েশিয়া / সিঙ্গাপুর/ থাইল্যান্ডের মত ১টি দেশ ভ্রমন করা থাকতে হবে।
ডকুমেন্টস পার্টি দিবেন।
৩। প্রথমবার সিঙ্গেল এন্ট্রি ভিসাঃ ১৪,০০০ টাকা। মালয়েশিয়া,সিঙ্গাপুর থাইল্যান্ডের মত ২টি দেশ ভ্রমন করা থাকতে হবে। ডকুমেন্টস পার্টি দিবেন।
৪। প্রথমবার ইন্ডিয়া বা নেপাল ভ্রমনসহঃ ২৮,০০০ টাকা। ডকুমেন্টস পার্টি দিবেন।প্রার্থীর জন্ম তারিখ ১৯৮০ এর পরে হলে এম্ব্যাসীতে ইন্টারভিউ লাগতে পারে।সে ক্ষেত্রে ইন্টারভিউর প্রশ্ন সম্পর্কে পূর্ব ধারনা দেয়া হবে। ১০ কার্য দিবস সময় প্রয়োজন।
৫। মাসের ডাবল এট্রি ভিসাঃ ১৬,০০০ টাকা। পূর্বে চায়না যাওয়া থাকতে হবে এবং পার্টি ডকুমেন্টস না দিলেও চলবে।এম্ব্যাসীতে ইন্টারভিউ এর প্রয়োজন নেই।
৬। বৎসরের মাল্টীপল ভিসাঃ ২৫,০০০ টাকা। (পূর্বে - বার চায়না যাওয়া থাকতে হবে) এম্ব্যাসীতে ইন্টারভিউ এর প্রয়োজন নেই।
৭। বৎসরের মাল্টীপল ভিসাঃ ৩৫,০০০ টাকা। (পূর্বে বৎসর এর মাল্টীপল ভিসায় যাওয়া থাকতে হবে)।এম্ব্যাসীতে ইন্টারভিউ এর প্রয়োজন নেই।
৮। প্রথমবার সম্পূর্ণ সাদা পাসপোর্টে ভিসাঃ ৪৮,০০০ টাকা। প্রার্থী ডকুমেন্টস দিবেন। ডকুমেন্টস না দিলে ,০০০ টাকা অতিরিক্ত খরচ হবে। প্রার্থীর জন্ম তারিখ ১৯৮০ এর পূর্বে হতে হবে। জন্ম তারিখ ১৯৮০ এর পরে হলে এম্ব্যাসীতে সংক্ষীপ্ত ইন্টারভিউ এর প্রয়োজন হতে পারে।

চীনের ভিসার জন্যে অন্যান্য তথ্যাদিঃ
১। পাসপোর্ট * ভিজিটিং কার্ড* সদ্য তোলা ছবি সাইজ ৩৩mmx৪৮ mm (দুই কপি)* পাসপোর্টের মেয়াদ কমপক্ষে মাস থাকতে হবে এবং পর পর তিনটি পেইজ খালি থাকতে হবে।* গত ছয় মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (ব্যাংক ব্যালেন্স ,০০,০০০ বা তার অধিক) সলভেন্সি লেটার* ট্রেড লাইসেন্সের ফটোকপি* অফিসিয়াল প্যাড (দুই কপি)*ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি* VAT & TIN লাইসেন্সের ফটোকপি ইত্যাদি।
২। উপরোক্ত সকল ক্যাটাগরিতে কর্মদিবস প্রয়োজন তবে আজেন্ট (- কার্য দিবস) ভিসা পেতে অতিরিক্ত ,০০০ টাকা পরিশোধ করতে হবে।


অন্যান্য দেশের ভিজিট ভিসাঃ
১। মিয়ানমার সিঙ্গেল এন্ট্রি ভিসাঃ ,০০০ টাকা। দিন কার্যদিবস সময়। এম্ব্যাসীতে ইন্টারভিউ এর প্রয়োজন নেই।
২। শ্রিলংকা সিঙ্গেল এন্ট্রি ভিসাঃ ,৮০০ টাকা। দিন কার্যদিবস সময় প্রয়োজন।এম্ব্যাসীতে ইন্টারভিউ এর প্রয়োজন নেই।
৩। নেপাল সিঙ্গেল এন্ট্রি ভিসাঃ ,৫০০ টাকা। এম্ব্যাসীতে ইন্টারভিউ এর প্রয়োজন নেই।
৪। ভিয়েতনাম সিঙ্গেল এন্ট্রি ভিসাঃ ১৮,০০০ টাকা।এম্ব্যাসীতে ইন্টারভিউ এর প্রয়োজন নেই।
৫। ফিলিপিন্স সিঙ্গেল এন্ট্রি ভিসাঃ ২৫,০০০ টাকা। এম্ব্যাসীতে ইন্টারভিউ এর প্রয়োজন নেই।

প্রয়োজনে যোগাযোগ করুনঃ

Master Tours & Travels
19/B/2, 1st Floor Ring Road, Shyamoli
Mohammadpur, Dhaka-1212
Call: 01873337333, 01511890890, 01707790890

eMail: master.toursntravels@gmail.com

No comments:

Post a Comment